বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ১৬ নভেম্বর ২০২৪ ১৪ : ০৬Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: জেরার সময় সিআইডি রাশিয়ান কেমিক্যাল তাঁর শরীরে প্রয়োগ করেছে কিনা, তা পরীক্ষার জন্য শনিবার বিজেপি নেতা অর্জুন সিং কলকাতার এক হাসপাতালে গেলেন! বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে শারীরিক চিকিৎসা করাবেন বলে অর্জুন জানিয়েছেন। যদি কোনও বিষ তাঁর শরীরে প্রয়োগ হয়ে থাকে, তাহলে তিনি আদালতের দারস্থ হবেন বলে জানিয়েছেন। অর্জুনের উদ্বেগকে পাগলামি বলে কটাক্ষ করেছে তৃণমূল। জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, 'ওঁর মাথার ঠিক নেই। পাগল হয়ে গিয়েছেন। ওঁর সুস্থতা কামনা করি।'
সম্প্রতি প্রাক্তন বিজেপি সাংসদ অভিযোগ তুলেছেন, তাঁর উপর রাশিয়ান বিষ প্রয়োগ করা হতে পারে । শনিবার সকালে তাই স্বাস্থ্যপরীক্ষা করাতে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালের দিকে রওনা দিয়েছেন। হাসপাতালে যাওয়ার পথে অর্জুন বলেন, ‘রাজ্য পুলিশকে আমি বিশ্বাস করি না। তাই, আজ পরীক্ষা করিয়ে নিতে চাই। শরীরে কী আছে না আছে তা জানতে চাই। রাসায়নিক বিষ এমন একটা জিনিস, সঙ্গে সঙ্গে বোঝা যায় না। তবে শরীরের মধ্যে কিছু হচ্ছে কি না, সেটা দেখে নিতে চাই।’
সম্প্রতি টেন্ডার দুর্নীতি মামলায় অর্জুনকে ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। অর্জুন বৃহস্পতিবার হাজিরা দেন। শুক্রবার আদালতে হাজিরা দিতে গিয়ে তিনি জানান, হাজিরা দিলেও সিআইডি দপ্তরের কিছু তিনি মুখে দেননি। চা-কফি তো দূরের কথা, জলও স্পর্শ করেননি। তিনি আশঙ্কা করেন, পানীয়ের মধ্যে বাইরে থেকে রাশিয়ান বিষ বা অন্য কিছু কেমিক্যাল মিশিয়ে দেওয়া থাকতে পারে।
প্রসঙ্গত, ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত অর্জুন তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান ছিলেন। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারপরই ওই পুরসভার সাড়ে চার কোটি টাকার টেন্ডার দুর্নীতি নিয়ে সিআইডি তদন্ত শুরু করেছিল। ২০২১ সালেও অর্জুনকে তলব করা হয়েছিল। ওই মামলার তদন্তে গত বৃহস্পতিবারও অর্জুনকে সিআইডি তলব করেছিল। সিআইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন এই প্রাক্তন সাংসদ।
অর্জুনের অভিযোগ নিয়ে কটাক্ষ করেছে শাসক শিবির। জগদ্দলের বিধায়ক তথা তৃণমূল নেতা সোমনাথ শ্যাম বলেন, 'অর্জুন সিং আসলে পাগল হয়ে গিয়েছেন। তাই, সর্বত্র ভূত দেখছেন। রাশিয়ায় ওরকম কোনও রাসায়নিক আছে কিনা আমার জানা নেই। আসলে উনি কিডনির অসুখে ভুগছেন। আমি ওঁর সুস্থতা কামনা করি। ওঁর পরিবারকে বলছি, চিকিৎসার জন্য কোনও সাহায্যের প্রয়োজন হলে আমি অবশ্যই তা করব।'
#tmc#bjp#arjun singh
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
স্ট্রোক হলে আর রেফার নয়, স্থানীয় হাসপাতালেই রাজ্যের মানুষ পাবেন বিশ্বমানের চিকিৎসা, নয়া উদ্যোগ স্বাস্থ্য ভবনের...
সুন্দরবনে বেড়াতে গিয়ে ঘটল বিপত্তি, মাতলার জলে পড়ে নিখোঁজ পর্যটক...
পানাগড়ের সেনা ছাউনিতে সন্দেহভাজন যুবক গ্রেপ্তার! জঙ্গি যোগ? তদন্তে পুলিশ...
বৃহস্পতিবার রাতেই চিকেন'স নেকে অমিত শাহ, যাবেন বাংলাদেশ সীমান্তের রাণিডাঙায়...
ঝলমলে শ্রীরামপুর-চন্দননগর-ব্য়ান্ডেল, চলবে প্রমোদতরী, বড়দিনের সূচনা মুখ্যমন্ত্রীর...
বিষধর সাপ থেকে বাঘরোল, নেশা অনাথ শাবকদের উদ্ধার করা, বাড়িতেই মিনি হাসপাতাল গড়েছেন যুবক ...
হয় ব্যবস্থা নিন নয়তো ঘেরাও করব, জেলার নার্সিংহোম প্রসঙ্গে সিএমওএইচ-কে হুঁশিয়ারি বিধায়কের ...
বিশেষ চাহিদাসম্পন্নদের শংসাপত্র নিয়ে রমরমিয়ে চলছে দালাল চক্র, হাতেনাতে আটক এক...
দার্জিলিংয়ে শুরু হতে চলেছে টি ফেস্ট, যোগ দিচ্ছে সুইডিশ রক ব্যান্ড...
তথ্যপ্রযুক্তিতে আরও এগিয়ে গেল বাংলা, ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন করলেন মমতা...
ঘুষের বিনিময়ে ফিট সার্টিফিকেট, চিকিৎসকের কারাদণ্ডের নির্দেশ ...
ভাতারে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার, এলাকায় ছড়িয়েছে আতঙ্ক ...
বাড়িতে ঢুকে সাত মণ ধান সাবাড়, শুঁড়ে করে এক বস্তা ধান নিয়ে জঙ্গলে ফিরল হাতি ...
হাওড়ায় বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ, কবে মিলবে?
নলেনগুড়ের সঙ্গে মিশে যাচ্ছে চিনি! হুবহু এক দেখতে হলেও মিলছে না সেই একই স্বাদ, শীতের মুখেই মনখারাপ...